মিরপুরেই টেস্ট নেই

গত বছরের শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচিকে অনুসরণ করছে এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচি। সেই সিরিজের মতো এবারও কোনো টেস্ট রাখা হয়নি দেশের প্রধানতম ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি সূচিতে। প্রথম টেস্ট ম্যাচটি হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু ২০ এপ্রিল। দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে। জহু আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওই ম্যাচ শুরু ২৮ এপ্রিল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় এই সিরিজ। এই সিরিজটি হওয়ার কথা ছিল গত বছর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে ভাবনায় রেখে তখন টেস্ট সিরিজ পিছিয়ে দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। স্থগিত হওয়া সিরিজটিই হচ্ছে এবার।
টেস্ট খেলতে জিম্বাবুয়ে সবশেষ বাংলাদেশে এসেছিল ২০২০ সালে। একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংসের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ওই সফরের আগে বাংলাদেশে চারটি টেস্ট সিরিজ খেলেছে জিম্বাবুয়ে-২০০১, ২০০৫, ২০১৪ ও ২০১৮ সালে। বাংলাদেশে ১০ টেস্ট খেলে তাদের জয় দুটি। ২০০১ সালে তাদের ক্রিকেটের স্বর্ণসময়ে প্রথম জয়টি পেয়েছিল অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, স্টুয়ার্ট কার্লাইল, হেনরি ওলোঙ্গাদের দল। পরে ২০১৮ সালে সিলেটে বাংলাদেশকে চমকে দিয়ে তারা জয় পায় ১৫১ রানে।
গত বছর লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে ঢাকার বাইরে দুটি ম্যাচ খেলে অভিজ্ঞতা সুখকর হয়নি বাংলাদেশের। দুটি টেস্টেই হেরেছিলেন নাজমুল হাসান শান্তরা। এবার দুই টেস্ট ঢাকার বাইরে দেওয়ার মূল কারণ ঢাকা প্রিমিয়ার লিগ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস বললেন, টিম ম্যানেজমেন্টর দিক থেকে ভেন্যু নিয়ে কোনো চাওয়া ছিল না, ‘আগামী ২১ এপ্রিল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলবে। এরপর ৬-৭ দিনের মধ্যে টেস্ট ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করা আদর্শ নয়। তাই আমরা দুই টেস্টই ঢাকার বাইরে দিয়েছি। টিম ম্যানেজমেন্ট থেকে আলাদা কোনো চাহিদা ছিল না। এটা মূলত গ্রাউন্ডস কমিটির এলোকেশনের একটা বিষয় ছিল।’