Status

মির্জাপুরে মাটি লুটেরাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান প্রশাসনের

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি লুটেরাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। গত তিন দিনে উপজেলার বিভিন্ন স্থানে দিনে ও রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৭টি মাটি ভর্তি ট্রাক আটক, নগদ অর্থ দন্ড, টিউবওয়েল জব্দ ও পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

 

জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের পথহারা গ্রামে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রির অপরাধে ড্রেজারের ২টি টিউবওয়েল আটক করা হয়। এছাড়া প্রায় ১০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। মাটি লুটেরারা পালিয়ে যাওয়ায় মামলা করা সম্ভব হয়নি বলে বিচারক মাসুদুর রহমান জানিয়েছেন ।

 

এছাড়াও গতকাল শুক্রবার রাতে উপজেলার মহেড়া, ফতেপুর ও ভাদগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও পরিবহনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একাধিক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

 

এসময় বানাইল ইউনিয়নের হালালিয়া নদীর পার থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহন ও বিক্রয়ের অপরাধে মাটিকাটার একাধিক পয়েন্ট থেকে ৭টি মাটির ট্রাক আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এছাড়াও ভাদগ্রাম ইউনিয়নে মাটিকাটার পয়েন্টে অভিযান চালালে মাটি লুটেরারা খবর পেয়ে পালিয়ে যায়। এসময় সেখান থেকে ভেকুর দুটি ব্যাটারি জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বংশাই নদীর পারে ভেকু চললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।

 

 

ফতেপুর ইউনিয়নের থলপাড়া, পারদিঘীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পারদিঘী গ্রামে নির্মাণাধীন মসজিদে ড্রেজারের পাইপ বসানো হয়েছে। অভিযানকালে কাউকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

 

 

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন, মাটি লুটেরাদের বিরুদ্ধে সাড়াশি দিনে রাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অবৈধ মাটি লুটেরাদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক। মাটি লুটেরাদের বিরুদ্ধে তথ্য দিয়ে ও অভিযান সহযোগিতা করায় বাংলাদেশ সেনাবাহিনী মির্জাপুর ক্যাম্প, থানা পুলিশ ও সাংবাদিকদের কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান জানিয়েছেন।

Source link

Back to top button