Facebook Bio Status

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে জেলা জামায়াতের আমিরসহ আহত ৩


লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জেলা জামায়াতের আমিরসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, পৌর জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম ও গাড়িচালক জাকির হোসেন। এরমধ্যে রুহুল আমিনের বাম হাত ও পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতের আমিরসহ আহতরা প্রাইভেটকারযোগে রামগতি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাক তিনজন আহত হন। প্রথমে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে জেলা জামায়াতের আমিরসহ আহত ৩

ওই হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, রুহুল আমিনের বাম হাত ও পা ভেঙে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে জেলা জামায়াতের আমিরসহ আহত ৩

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, জেলা আমিরসহ আহতরা রামগতি উপজেলা সাংগঠনিক একটি প্রোগ্রামে যোগ দিতে যাচ্ছিলেন। পতে তারা দুর্ঘটনার শিকার হন। অল্পের জন্য জেলা আমির রক্ষা পেয়েছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকসহ চালককে আটকে চেষ্টা চলছে।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button