কর্ণাটকে ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণের অভিযোগ

ভারতের কর্ণাটক রাজ্যে দুই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে একজন ২৭ বছর বয়সী ইসরায়েলি নারী পর্যটক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তিন ব্যক্তির হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেঙ্গালুরু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত কোপ্পালে একটি খালের কাছে ঘুরতে বেরিয়েছিলেন তারা। সে সময় তাদের সঙ্গে আরও তিন পুরুষ পর্যটকও ছিলেন। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং দুজন ভারতীয় নাগরিক। নারীদের ধর্ষণের আগে ওই তিন পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়া হয়। এর মধ্যে মার্কিন নাগরিক ড্যানিয়েল এবং মহারাষ্ট্রের বাসিন্দা পঙ্কজ সাঁতরে উঠে আসতে সক্ষম হন। কিন্তু ওড়িষ্যার বাসিন্দা বিবাশ খালে ডুবে যান। স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) সকালে তার মৃতদেহ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে পর্যটকদের কাছ থেকে তিন বাইক আরোহী সানাপুর লেকের ধারে এসে পেট্রোল পাম্পের খোঁজ নেয়। এরপর তাদের কাছ থেকে ১০০ টাকা চায়। তবে পর্যটকরা ১০০ টাকা দিতে অস্বীকার করে।
সে সময় বাইক আরোহীরা হিংস্র হয়ে যায়। পর্যটকদের হেনস্থা শুরু করে তারা। অভিযোগ উঠেছে, পর্যটক দলে থাকা পুরুষদের লেকে ফেলে দেওয়ার পর দুই নারীর ওপর যৌন নির্যাতন শুরু করে তারা। অভিযুক্তরা কন্নড় এবং তেলুগু ভাষায় কথা বলছিল। এমন পরিস্থিতিতে পর্যটক দলে থাকা দুই পুরুষ ড্যানিয়েল এবং পঙ্কজ সেখান থেকে পালিয়ে যান।
এদিকে ধর্ষণের শিকার নারীরা বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি নিশ্চিত করেছেন যে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গণধর্ষণ, ডাকাতি এবং হত্যার চেষ্টার অভিযোগসহ মামলা দায়ের করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা অভিযুক্তদের সন্ধানের জন্য ছয়টি বিশেষ দল গঠন করেছি। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত পুরোদমে চলছে।
এদিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পিতে পর্যটকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় সেখানকার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ ঠেকাতে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন এবং সমাজকর্মীরা।
টিটিএন