৫ আগস্টের চেতনাকে ধারণ করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে: ডা. তাহের


জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৫ আগস্টের চেতনাকে ধারণ করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজকে বাংলাদেশের রাজনীতিতে দৃঢ়তা কাজ করছে। এটি হওয়ার কথা ছিল না। ১৯৭১ সালে হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে একটি মানচিত্র পেয়েছি। কিন্তু প্রকৃত স্বাধীনতা পাইনি। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ আবারও স্বাধীন হলো। কিন্তু দুঃখের বিষয় কয়েক মাসের ব্যবধানে সেটিও হারিয়ে যাচ্ছে।

বিগত ৫৪ বছরের রাজনীতিতে ও সংবিধানে নির্বাচন পদ্ধতির যে জঞ্জাল তৈরি হয়েছে সেটি সংস্কার অতি প্রয়োজন। ৫ আগস্টের চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্তর্বর্তী সরকারের নিকট প্রয়োজনীয় বিধি-বিধান পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।

তিনি আরও বলেন, রমজান ও রোজার প্রধান উদ্দেশ্য হলো মানুষের মাঝে তাকওয়া বা খোদাভীতির যোগ্যতা অর্জন করা। সুতরাং তাকওয়ার গুণ আমাদের আবশ্যকীয়ভাবে অর্জন করতে হবে। তাকওয়ার অর্থ হলো, যেসব জিনিস, কাজকর্ম থেকে আল্লাহ ও তার রসুল (সা.) নিষেধ করেছেন, সেসব থেকে বেঁচে থাকা। এসব জিনিসের কল্পনাও যদি চলে আসে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। পক্ষান্তরে যেসব হুকুম ইসলাম দিয়েছে, সেসব অক্ষরে অক্ষরে মেনে চলবে।

জামায়াতের এ নেতা বলেন, ‘তাকওয়া ইবাদতের নাম নয়, ভয়-ভীতির নাম নয়, তিলাওয়াত বা তাসবিহ পাঠের নাম নয়; তাকওয়া একটি বিশেষ গুণ, একটি স্বকীয় বৈশিষ্ট্য, একটি স্বভাব-প্রকৃতি, একটি চরিত্রগুণ। মহান আল্লাহ সবাইকে কবুল করুন।’

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।

অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, পৌরসভার আমির মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা সহকারী সেক্রেটারি আবদুর রহিম ও পৌর নায়েবে আমির কাজী এয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version