Status

৫৯ মিলিয়ন ডলারের ‘ভাইরাল বর’ এবার ৯৯ বছরের কারাদণ্ডের মুখোমুখি

 

ভাগ্যের খেলা বড্ড অদ্ভূত! গতকাল পর্যন্তও বিয়েতে কোটি কোটি টাকা খরচ করার জন্যে আলোচনায় ছিলেন বর, দেখার মতো আয়োজন করেছিলেন বিয়েতে, যা কিনা ধনকুবেরদের বিয়ের অনুষ্ঠানকেও ছাপিয়ে দিয়েছিল। কিন্তু এখন তিনিই খাটতে চলেছেন জেল, মাথায় ঝুলছে হাজতবাসের খাড়া। জেল যাওয়া থেকে এড়াতে আইনী লড়াইয়ে সামিল হয়েছেন তিনি। ঘটনাটি ঠিক কী?

 

সুত্র অনুযায়ী, ৩০ বছর বয়সী বর জ্যাকব ল্যাগ্রোন-নামক এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাদের উপর হামলার গুরুতর অভিযোগ রয়েছে। আগামী নভেম্বর থেকে তার বিচার কার্যকর হবে। ২০২৩ সালের নভেম্বরে টেক্সাসে বিয়ে করেন আমেরিকান ব্যক্তি জ্যাকব ল্যাগ্রোন। বিয়েতে প্রায় ৫৯ মিলিয়ন ডলার খরচ করে আলোচনায় এসেছিলেন জ্যাকব ল্যাগ্রোন।

 

তার জাঁকজমকপূর্ণ বিয়ের ছবি ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন গোটা বিশ্বব্যাপী, এই রাজকীয় বিয়ে সোশ্যাল মিডিয়াতেও আলোড়ন সৃষ্টি করেছিল। মিডিয়া জ্যাকবের বিয়েকে ‘শতাব্দীর সেরা বিয়ে’ হিসেবে তকমা দিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, বিয়ের জন্যে আলোচিত নাম সেই জ্যাকের প্রায় ৯৯ বছরের কারাদণ্ড হতে চলেছে। এমন কঠিন সময়ে জ্যাকের স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছেন।

 

কিন্তু তার অপরাধ ঠিক কী? ২০২৩ সালের মার্চ মাসে টেক্সাসের ওয়েস্টওয়ার্থ ভিলেজে একটি ঘটনার সময় জ্যাকব ল্যাগ্রোন পুলিশ অফিসারদের উপর গুলি চালিয়ে ছিলেন। আদালতের নথি অনুসারে, ২০২৩ সালে সেই সময়ে টেক্সাসের ওয়েস্টওয়ার্থ ভিলেজে একটি ঘটনার পরে ছুটে যায় পুলিশ। আর তখনই জ্যাকব তিনজন পুলিশ অফিসারের উপর গুলি চালায়।

 

ইচ্ছাকৃতভাবেই তিনি অফিসারদের উপর গুলি চালিয়ে ছিলেন বলে অভিযোগ। এরপর ২০২৩ সালে ট্যারান্ট কাউন্টি জেলা অ্যাটর্নি তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়। প্রত্যেক পুলিশ অফিসারকে গুলি করার অপরাধে তার কারাদণ্ড হবে। তবে ২৫ নভেম্বর থেকে আদালতে তার মামলা শুরু হবে, তখনই বোঝা যাবে যে, তিনি দোষী কিনা! এদিকে স্বামীর কারাদন্ডের কথা জানতে পেরেই স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন জ্যাকবের স্ত্রী। সোশ্যাল মিডিয়াতেও প্রতিটি অ্যাকাউন্ট মুছে ফেলেছেন তিনি।

Source link

Back to top button