Status

৫৪০ টাকা কেজি দরে ভারত থেকে এলো কাজুবাদাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কাজুবাদাম আমদানি হয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার বিকেলে ভারতীয় একটি ট্রাকে করে ছয় টন কাজু বাদাম আসে। প্রতি কেজি সাড়ে চার ডলার ধরে বাদামের দাম পড়েছে টাকার হিসেবে ৫৪০। আজ মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর নাগাদ এসব বাদাম আখাউড়া স্থলবন্দরে ছিলো। প্রয়োজনীয় যাচাই বাছাই করে এসব বাদাম ছাড় দেওয়া হবে।

 

কাজু বাদাম আমদানি করেছে ঢাকার আরতি ইমপেক্স ট্রেডার্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। সিএন্ডএফ করেছেন মেসার্স আদনান ট্রেডার্স। এর আগে ৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দুই টন কাজুবাদাম আমদানি হয়। সম্প্রতি এ বন্দর দিয়ে রপ্তানির সঙ্গে তাল মিলিয়ে আমদানি বেড়েছে।

 

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ছয়টন কাজুবাদাম আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাগজপত্রসহ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব বাদাম ছাড় দেওয়া হবে। এর আগে ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো এ বন্দর দিয়ে কাজুবাদাম আমদানি হয়।

Source link

Leave a Reply

Back to top button