Facebook Bio Status

৪ লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী আটক


পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন এলাকার অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড র্যাব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোহনা-লেমবুরবন এলাকায় সমুদ্রতীরে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলাপাড়ার নিজামপুর কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র্যাব সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুরবন সাগর মোহনায় অভিযান চালান। এসময় একটি নামবিহীন ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করা হয়। একই সময় লেবুরবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

আটকরা হলেন, নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্থাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত ও খলিল আহম্মদ। তারা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড সদস্যরা জানান, চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে এ চক্রের মূলহোতাকে আটক বা চিহ্নিত করা যায়নি।

কোস্টগার্ড জানায়, জব্দ ট্রলার, চার লাখ পিস ইয়াবা ও আটকদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button