৪১ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ১৭ শিশু

টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে জামাতে নামাজ আদায় করে পুরস্কার  পেয়েছেন ১৭জন শিশু। ১৭ জন শিশু ছাড়াও ২০ জন পেয়েছে সান্ত্বনা পুরস্কার। পুরস্কার হিসেবে তারা পেয়েছে নগদ টাকা,  পাঞ্জাবি, পায়জামা,হাদিসের বই, টুপি ও সওদাগর ব্রান্ডের বিভিন্ন সামগ্রী।

 

 

আজ শুক্রবার  (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর  ফেনীর দাগনভূঞা উপজেলার দাগনভূঞা দক্ষিণ বাজার জামে মসজিদে সওদাগর ব্রান্ডের  উদ্যাগে এ পুরস্কার দেয়া হয়।

 

 

সওদাগর ব্রান্ডের স্বত্বাধিকারী খুরশিদ আলম জানান, এলাকার তরুণদের নামাজমুখী করে গড়ে তোলার জন্য এ আয়োজন। এতে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মন করছি। আগামীতেও আমাদের সওদাগর ব্রান্ডের  উদ্যাগে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে চাই।

 

 

দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি এমাম হোসেন জানান, এটি নিঃসন্দেহ একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে এলাকার যুব সমাজ নামাজমুখী হবে।

Source link

Exit mobile version