Facebook Bio Status

৪০০ পার করে প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের নতুন রেকর্ড


২০১৪-২০১৫ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে প্রাইম ব্যাংকের। ১০ বছর পর প্রাইম ব্যাংক কি আবারও ঢাকা লিগ বিজয়ী হবে? তার উত্তর দেবে সময়। তবে এখনকার খবর আজ হোম অব ক্রিকেটে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন প্রাইম ব্যাংকের ব্যাটাররা। বিশেষ করে বাঁহাতি ওপেনার নাইম শেখ।

রোববার শেরে বাংলায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নাইম শেখ উপহার দিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সেঞ্চুরি। তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১২৫ বলে ১৭৬ রানের টাইফুন ইনিংস। যার মধ্যে শুধু বাউন্ডারি (১৮টি) ও ছক্কা (৮টি) হাঁকিয়েই নাইম শেখ তুলেছেন ১২০ রান।

ওই ইনিংসের সঙ্গে যোগ হয় আর দুটি ফিফটি। একটি আসে নাইম শেখের ওপেনিং পার্টনার সাব্বির হোসেনের ব্যাট থেকে (৬৩ বলে ৭৩)। অপরটি উপহার দেন লেট মিডল অর্ডার সাজ্জাদুল হক রিপন (৩৭ বলে ৫০)। এছাড়া অলরাউন্ডার আব্দুল্লাহ আল মামুন করেন (২২ বলে ৪০)। যার যোগফলে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাড়ায় ৪২২ রান!

যা ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগের লিস্ট ‘এ’ ফরম্যাটে তো বটেই, বাংলাদেশের মাটিতেও ‘লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশি ও বিদেশি দলেরও সর্বোচ্চ স্কোর।

বলে রাখা ভালো, বাংলাদেশের মাটিতে ভীনদেশি দলগুলোর মধ্যে ওয়ানডেতে একমাত্র দল হিসেবে ৪০০+ রান আছে ভারতের। ২০২২ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে ৪০৯ রানের হিমালয় সমান স্কোর গড়েছিল ভারত। ভারতের ইশান কিষান একাই করেছিলেন ডাবল সেঞ্চুরিসহ ১৩১ বলে ২১০ রান। আর বিরাট কোহলির ব্যাট থেকে বেরিয়ে এসেছিল আরেক শতক (৯১ বলে ১১৩)।

ঢাকা লিগে এর আগে প্রাইম ব্যাংক ও আবাহনী ৪০০ রানের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি। এর মধ্যে ২০১৮ সালের প্রিমিয়ার লিগে আবাহনীর ৩৯৩ রান আছে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। প্রাইম ব্যাংক এরপর দুই দফা ৪০০ রানের রেকর্ড স্কোর গড়ার সম্ভাবনা জাগিয়েও পারেনি।

এর মধ্যে ২০২২ সালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এনামুল হক বিজয়ের ১৮৪ রানের বিরাট ইনিংসের ওপর ভর করে প্রাইম ব্যাংক তোলে ৫ উইকেটে ৩৮৮। আর কাকতালীয়ভাবে গত বছর এই ব্রাদার্সের বিপক্ষেই ৩৮০ রানের বিশাল স্কোর গড়েছিল প্রাইম ব্যাংক। 

এআরবি/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button