Status

৩ দশকের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে জাপান, দুই হাজার দমকলকর্মী মোতায়েন

গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে জাপান। এমন পরিস্থিতিতে আগুন নেভাতে দুই হাজার দমকলকর্মী মোতায়েন করেছে দেশটি। সেই সঙ্গে ৪ হাজার ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এরই মধ্যে দেশটির প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূলের এ ভয়াবহ দাবানলে অন্তত একজন মারা গেছেন। জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার জানিয়েছে, ওফুনাতো শহরের কাছে আগুন প্রায় ২ হাজার ১০০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে।

 

টোকিওসহ জাপানের ১৪টি অঞ্চলের দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। আগুন নেভানোর চেষ্টা করছে সেনাবাহিনীসহ ১৬টি হেলিকপ্টার। জাপানের কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত তিন হাজারের বেশি মানুষ। খবর- আলজাজিরা

Source link

Leave a Reply

Back to top button