৩৩ ঘণ্টা পর জামালপুরে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার

জামালপুরে ৩৩ ঘণ্টা পর গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক ও মালিক সমিতি।
মঙ্গলবার (৪ মার্চ) রাত ১০টার দিকে শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ডে এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সোবহান ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
এসময় পরিবহন নেতারা জানান, ধর্মঘট শুরুর পর থেকে দফায় দফায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র নেতা ও অন্যান্যদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সড়কে নিরাপত্তাসহ গাড়ি পোড়ানো ও শ্রমিকের ওপর হামলা মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবসহ বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বাস পোড়ানো ও শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে জামালপুরে গণপরিবহন চলাচল বন্ধ করেন বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক নেতারা। এতে চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা।
এমএন/এএসএম