৩০০ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদে পল্লবী মিরপুর- ১১ নম্বরের ই-ব্লকের বাউনিয়া বেড়িবাধ রোডের একটি ১৪ তলা ভবনের পাশে নির্মাণাধীন পল্লবী টাওয়ারের টিনের বেড়ার পাশে বালুর স্তূপের ওপর বিপুল সংখ্যক চায়নিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে পুলিশের ধারণা, গত এগুলো ৫ আগস্ট থানা থেকে থেকে লুট হওয়া গুলি হতে পারে।

Source link

Exit mobile version