
আরো দুই ভারতীয় নাগরিককে ফাঁসি দিল সংযুক্ত আরব আমিরাত। তাদের নাম মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল। উভয়ের বাড়ি কেরালায়। দুটি পৃথক হত্যা মামলায় তাদের দোষী সাব্যস্ত করেন আরব আমিরাতের আদালত।
গত ২৮ ফেব্রুয়ারি তাদের ফাঁসির কথা সরকারিভাবে ভারতীয় দূতাবাসকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ফাঁসি হয় উত্তরপ্রদেশের শাহজাদির।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের এক নাগরিককে খুনের মামলায় দোষী সাব্যস্ত হন রিনাশ।
মুরলীধরন দোষী সাব্যস্ত হন এক ভারতীয়কেই খুনের মামলায়। উভয়েরই মৃত্যুদণ্ড হয় সে দেশের আদালতে। পরে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ আদালতও সর্বোচ্চ সাজাই বহাল রাখেন।
গত ২৮ ফেব্রুয়ারি আমিরাত প্রশাসন ভারতীয় দূতাবাসকে জানায়, দুজনেরই ফাঁসি হয়ে গেছে।
কেন্দ্র জানিয়েছে, উভয়কেই সব রকম আইনি সহায়তা দিয়েছে দূতাবাস। আমিরাতের কাছে তাদের প্রাণভিক্ষার আর্জিতেও আইনি সহায়তা করেছিল দূতাবাস।
ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে ফাঁসি হয়েছে উত্তরপ্রদেশের তরুণী শাহজাদিরও। আবুধাবিতে এক দম্পতির চার মাসের সন্তানকে দেখভালের দায়িত্ব ছিল তার। শিশুটির হঠাৎই মৃত্যু হয়।
ওই দম্পতি শাহজাদির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন। এরপর তদন্ত করে আবুধাবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সেখানকার আদালত ওই শিশুর মৃত্যুতে খুনের মামলায় শাহজাদিকে ফাঁসির নির্দেশ দেন।