২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৪৩ জন

যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে গত একদিনে আরও ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এই অভিযানে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হলো। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহারনামীয় আরও ৯১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, একটি শুটার গান, একটি কার্তুজ, দুটি চাকু।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।

Source link

Exit mobile version