Status

১৯৬৮ সালের অভিবাসন চুক্তি নিয়ে ফ্রান্সকে আলজেরিয়ার কঠোর হুঁশিয়ারি

ফ্রান্স ও আলজেরিয়ার মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন বরাবরই সংবেদনশীল। এবার সেই সম্পর্ক নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে ১৯৬৮ সালের অভিবাসন চুক্তি নিয়ে। আলজেরিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, এই চুক্তিতে কোনো ধরনের পরিবর্তন বা হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু ঘোষণা দেন যে, প্যারিস ও আলজিয়ার্সের মধ্যে থাকা সব অভিবাসন চুক্তি নতুন করে পর্যালোচনা করা হবে, বিশেষ করে ১৯৬৮ সালের চুক্তি। তার একদিন পর বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়ায় জানায়, “এই চুক্তিতে কোনো হস্তক্ষেপ হলে আলজেরিয়াও অনুরূপ পদক্ষেপ নেবে এবং অন্যান্য সংশ্লিষ্ট চুক্তি ও প্রটোকল পর্যালোচনা করবে।”

 

১৯৬৮ সালের এই চুক্তি আলজেরীয় নাগরিকদের ফ্রান্সে বসবাস ও চলাচলের জন্য বিশেষ সুবিধা দেয়। তবে এর বিভিন্ন ধারা আগেই পরিবর্তন করা হয়েছে, বিশেষ করে ১৯৮৬ সালের সংশোধনীর মাধ্যমে আলজেরীয়দের জন্য ভিসা বাধ্যতামূলক করা হয়। এখন ফ্রান্স আবারো এই চুক্তি পর্যালোচনার উদ্যোগ নিলে আলজেরিয়া তা কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছে।

 

ঐতিহাসিকভাবে ফ্রান্স ও আলজেরিয়ার সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ফরাসি ঔপনিবেশিক শাসনের গভীর ক্ষত আজও আলজেরীয়দের মনে রয়েছে। আলজেরিয়া বারবার বললেও ফ্রান্স এখনো তাদের উপনিবেশিক শাসনের অবিচার ও সহিংসতার দায় পুরোপুরি স্বীকার করেনি, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে জটিল করে তুলেছে।

 

ফ্রান্সের এই সিদ্ধান্তে আলজেরিয়া প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুই দেশ যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজে, তাহলে দীর্ঘদিনের এই উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

Source link

Leave a Reply

Back to top button