Facebook Bio Status

১৮ কেজি গরুর মাংসে ৩ কেজি কম, ২ কসাই হাজতে


লক্ষ্মীপুরের কমলনগরে ১৮ কেজি গরুর মাংসে ক্রেতাকে ৩ কেজি কম দেয় কসাই। এটি দেখে ভিডিও করতে গেলেই মারধরের শিকার হন ক্রেতা। এ ঘটনায় সোমবার (৩ মার্চ) বিকেলে ২ কসাইকে আটক করেছে পুলিশ। এর আগে ঘটনাটি ঘটেছে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে।

আটকরা হলেন কসাই মো. বাহার ও হারুন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ তাদের আটক করে।

ভুক্তভোগী ক্রেতার নাম মনতাজুর রহমান। তিনি উপজেলার চরমার্টিন ইউনিয়নের চরমার্টিন গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী মন্তাজুর রহমান জানান, পারিবারিক অনুষ্ঠানের জন্য শনিবার (১ মার্চ) তিনি তোরাবগঞ্জ বাজারে মাংস কেনার জন্য আসেন। এসময় বিক্রেতা বাহারের সঙ্গে ৭৮০ টাকা হারে হাড় ছাড়া ১৮ কেজি মাংস কেনার জন্য মূল্য নির্ধারণ করা হয়। এতে বাহার ও তার লোকজন ১৮ কেজি মাংস দেয়। একপর্যায়ে তার নজরে আসে দাঁড়িপাল্লায় মাংসের সঙ্গে ২ কেজি ও ১ কেজি ওজনের ২ টি বাটখারা রয়েছে। এতে ১৮ কেজি মাংসের স্থলে তাকে ১৫ কেজি দেওয়া হয়। কৌশলে ৩ কেজি মাংস কম দেয় বিক্রেতা। এটি বুঝতে পেরে তিনি ভিডিও করতে গেলে কসাইয়ের লোকজন তাকে কিল-ঘুষি মেরে নিচে ফেলে দেয়। উঠতে গেলে আবারও কিলঘুষি মারে। একপর্যায়ে দাড়ি ধরে টেনে তাকে হেনস্তা করা হয়।

মনতাজুর রহমান বলেন, ঘটনার পরপরই আমি তোরাবগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ীকে বিষয়টি জানিয়েছি। কিন্তু কেউই এ ঘটনার দায়িত্ব নিতে রাজি হননি। অনুষ্ঠানের কারণে আমি গত দুইদিন চুপ ছিলাম। সোমবার আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানাই। এতে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে। আমি কসাই বাহার, তার বাবা তোফায়েল, কসাই সাহেদ ও হারুনের নামে থানায় লিখিত অভিযোগ করেছি।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, ৯৯৯ এ কল পেয়ে অভিযুক্ত দুই কসাইকে আটক করেছি। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button