Facebook Bio Status

১৫ বছরের মধ্যে প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর


যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় প্রেমিকার বাবা-মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্র্যাড সিগমন (৬৭) নামের এক ব্যক্তির মৃত্যুদন্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়েছে। ১৫ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে এভাবে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

শুক্রবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক পরেই ব্র্যাড সিগমনকে গুলি করে হত্যা করে সেস্ট সংশোধন বিভাগের তিনজন স্বেচ্ছাসেবক।

২০০১ সালে ডেভিড ও গ্ল্যাডিস লার্ককে বেসবল ব্যাট দিয়ে হত্যা ও এক পর্যয়ে বন্দুকের মুখে সাবেক প্রেমিকাকে অপহরণের অভিযোগে ৬৭ বছর বয়সী সিগমনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সাউথ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অব কারেকশনসের ক্রিস্টি শেইন বলেন, সিগমনকে একজন চিকিৎসক ৬টা ৮ মিনিটে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত্যুদণ্ড এড়াতে সিগমন্ড সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। তবে আদালত তার আপিল আবেদন খারিজ করে দেন। পরবর্তী সময় সাউথ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টারও তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন।

মৃত্যুদণ্ডের জন্য সিগমন্ডকে লিথাল ইনজেকশন, বৈদ্যুতিক চেয়ার এবং ফায়ারিং স্কোয়াডের মধ্যে যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে বলা হয়েছিল। তিনি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি বেছে নেন।

বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে মৃত্যুদণ্ডের প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা জানিয়েছেন, সিগমন একটি কালো জাম্পস্যুট পরেছিলেন এবং তার হৃৎপিণ্ড বরাবর কাগজ বা কাপড় দিয়ে তৈরি একটি নিশানা চিহ্ন ছিল। তাকে মৃত্যুদণ্ডের নির্ধারিত চেয়ারে বেঁধে রাখা হয়েছিল।

সূত্র: বিবিসি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button