১০০ ফোক গান নিয়ে ১০০ শিল্পীর গান

১০০ ফোক গান নতুন করে গেয়েছেন ১০০ জন শিল্পী, যা দেশীয় সঙ্গীতাঙ্গণে নতুন মাইলফলক। গত ১৯ ফেব্রুয়ারি এফডিসিতে সেট তৈরি করে সকাল থেকে রাত ২টার মধ্যে ১০০টি গানের শুটিং করা হয়। সারাদিন ধরে পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে শিল্পীরা ঠোঁট মিলিয়েছেন। প্রকল্পের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন ডি জে রাহাত। মিউজিক প্রগ্রামিংয়ের দায়িত্বে ছিলেন আদিব কবির ও শান সায়েক। আদিব কবির বলেন, আমরা ৩০ দিনে গানগুলো তৈরি করেছি। একদিকে মিউজিক প্রোগ্রামিং হয়েছে, অন্যদিকে কণ্ট নেয়া হয়েছে। শিল্পীরা আমাদের সহযোগিতা করেছেন বলেই এত সহজে এ রকম একটা বড় প্রজেক্ট করতে পেরেছি। ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেল থেকে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে আপডেট জানানো হবে প্রতিদিন। আদিব বলেন, আমাদের শিল্পী তালিকায় দেশের অধিকাংশ শিল্পীই আছেন। এর মধ্যে মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খান আরো অনেকে। এরইমধ্যে পরের সিজন নিয়েও পরিকল্পনা শুরু হয়েছে। আদিব বলেন, আমরা এখন পরের সিজন নিয়ে পরিকল্পনা করছি। আশা করছি, আরো ১০০ গান নিয়ে কাজ করব। বাংলাদেশে আসলে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ যে, চাইলে ১০০০ গানও করা সম্ভব। দেখি, নতুন করে কতগুলো গান তুলে আনতে পারি। ডি জে রাহাত পুরো প্রজেক্ট বিদেশে বসে নিয়ন্ত্রণ করেছেন।