
ইসরায়েলের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান এয়াল জামির দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছেন যে, হামাসকে পরাজিত করার মিশন এখনো শেষ হয়নি।
বুধবার (৬ মার্চ) তেল আবিবে সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বক্তব্য রাখেন। তিনি বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধের চূড়ান্ত জয় আমরা নিশ্চিত করব।”
এই বক্তব্য এমন এক সময় এলো, যখন আরব নেতারা গাজা উপত্যকা পুনর্গঠনের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। তাদের প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে গাজা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) শাসনের অধীনে পরিচালিত হবে।
এই পরিকল্পনা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনায় গাজাকে দখল করে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাব ছিল, যা ব্যাপকভাবে সমালোচিত হয়।
তবে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন প্রতিষ্ঠার সম্ভাবনা এখনো অনিশ্চিত। কারণ, ২০০৭ সাল থেকে গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে কোনোভাবেই ভবিষ্যতের প্রশাসনে দেখতে চায় না ইসরায়েল।