হাজার বছরের ইতিহাসে প্রথমবার ইফতার উইন্ডসর ক্যাসেলে

হাজার বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো, উইন্ডসর ক্যাসেলের স্টেট অ্যাপার্টমেন্টে একটি উন্মুক্ত ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রোববার ৩৫০ জনেরও বেশি লোক তাদের রমজানের রোজা ভাঙতে সেন্ট জর্জ হলে জড়ো হন। একজন অংশগ্রহণকারী বিবিসিকে বলেন, ‘এটি একটি আশ্চর্যজনক পরিবেশ – এটি বাস্তব বলে মনে হয় না’।
লন্ডন-ভিত্তিক দাতব্য সংস্থা রমজান টেন্ট প্রজেক্ট বিনামূল্যে এ অনুষ্ঠানের আয়োজন করে। উইন্ডসর ক্যাসেলের ভিজিটর অপারেশনস ডিরেক্টর সাইমন ম্যাপলস বলেছেন, রাজা বহু বছর ধরে ‘ধর্মীয় বৈত্র্যিকে সমর্থন এবং আন্তঃধর্মীয় কথোপকথনকে উৎসাহিত করে আসছেন’।
সেন্ট জর্জ হল সাধারণত রাষ্ট্রপ্রধানদের আপ্যায়নের জন্য এবং বিশেষ ভোজের জন্য ব্যবহৃত হয়। গত রোববার পুরো ভবনজুড়ে নামাজের আযান প্রতিধ্বনিত হয় যাতে রোজা ভাঙার সময় বোঝা যায়। খাবার পরিবেশনের আগে খেজুর খাওয়ানো হয় এবং মোনাজাত করা হয়।
একজন মহিলা বিবিসিকে বলেন, ‘রাজপরিবারের পক্ষ থেকে আমাদের জন্য তাদের ঘর খুলে দেওয়াটা খুবই দয়ার ব্যাপার’। আরেকজন বলেন : ‘আমরা কখনও ভাবিনি যে, আমরা এখানে ইফতার করতে আসব। আমরা অনেক দূর এগিয়ে এসেছি’।
যারা মহামান্যের উইন্ডসর বাড়িতে খেয়েছেন, তাদের জন্য এটি ছিল জীবনের এক স্মরণীয় স্মৃতি। আরেকজন মহিলা বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়েছি, তাই উইন্ডসর ক্যাসেলে আমার রোজা খোলার কথা আমি কখনও ভাবিনি যে, আমি করব। ঐতিহাসিক জ্ঞানের সাথে আমার মুসলিম পরিচয় মিশ্রিত করা সত্যিই একটি সৌভাগ্য’।
আরেকজন অংশগ্রহণকারী বলেন : ‘আমি আগে কখনও উইন্ডসর ক্যাসেলে আসিনি, তাই এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। এখানে প্রথমবারের মতো এসে ইসলামী পদ্ধতিতে ইফতার গ্রহণ করা আশ্চর্যজনক’।
আরেকজন ধর্মীয় মাসে রাজাকে তাদের সাথে ডিনারে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তারা বললেন, ‘যে কোনো দিন, যে কোনো সময়। আমাদের রমজান ৩০ দিনের জন্য আছে। আপনি যখন প্রস্তুত থাকবেন তখন আমাকে জানাবেন’। রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর সালহা বলেন, ‘রাজা এ উদ্দেশ্যের একজন চমৎকার দূত এবং সম্প্রদায়ের সংহতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের প্রতি তার সমর্থনের জন্য আমরা অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ’।
ধর্ম এবং পটভূমি নির্বিশেষে সকলের জন্য ইফতার উন্মুক্ত। পুরো মাস জুড়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে ইফতার অনুষ্ঠিত হচ্ছে। সূত্র : বিবিসি নিউজ।