‘হাজারো মা সন্তানদের এগিয়ে দিয়েছিলেন বলেই জুলাই গণআন্দোলন সফল হয়েছে’

নারী মানুষ হিসাবে সম্মান চায়। তাদের সিদ্ধান্তের সম্মান ও মূল্যায়ন চায়। মেধার মানদ-ে কোনো পার্থক্য নেই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস এসব কথা বলেন। জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ শুরু হয়েছে। আমি জুলাই আন্দোলনের কথা বার বার বলি, কারণ আমরা ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দীর্ঘ যাত্রা আমরা শুরু করেছি।
শনিবার ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৫’ উপলক্ষে ধানমন্ডি ডাব্লিউ ভি এ মিলনায়তনে সম্মিলিত নারী প্রয়াসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ড. প্রফেসর শামীমা তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর সায়মা আরো বলেন, সমাজে অনেকে পুরুষবিদ্বেষী হয়ে উঠছেন। একজন ধর্ষণকারী সে পুরুষ নন, তিনি শুধুই একজন ধর্ষক। জুলাই গণআন্দোলন সফল হয়েছে, তার বড় একটা কারণ হাজারো মায়েরা তাদের সন্তানদের এগিয়ে দিয়েছেন।
জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে সহ-সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারীর কবিতা ‘আমি ছাত্র’ ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়।
সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম তার উদ্বোধনী বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, ফারহান, মুগ্ধর মা আজ সকলের মা। মা, মাতৃভূমি এ যে এক তা আজ আমরা বুঝতে পারছি। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বে পালিত হচ্ছে ১’শ বছর। বাংলাদেশে ৫০ বছর ধরে পালিত হচ্ছে। এখনও আমাদের অধিকারের কথা বলতে হয়। তাহলে মানবাধিকারের কী মানে। নারী কি তাহলে মানুষ নয়। আমরা নির্যাতিত হতে হতে নিজের পরিচয় ভুলে গেছি।
বিশেষ অতিথি জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের মা ফারহানা দিবা রমজান মাসে ছেলের জন্য রহমতের দোয়া চান সবার কাছে। এখন প্রতি মুহূর্তে তার সময় কাটে ছেলের কথা মনে করে। শদীদদের এ আত্মত্যাগ যেন বৃথা না যায়।
সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল তার সমাপনী বক্তব্যে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা নিয়ত যুদ্ধ করে গেছি। যে অন্যায় অত্যাচার দেখেছি তাতে মনে হয়েছে আমরা গাজায় বসবাস করছি। অশ্রুসিক্ত নয়নে স্মরণ করছি তাদের কথা যাদের রক্তের বিনিময়ে আজ আমরা এই বাক স্বাধীনতা পেয়েছি। যে ঐক্য আমাদের মাঝে ঐসময় ছিল সেই ঐক্য যেন আমরা ভুলে না যাই। আমরা ন্যায্য অধিকার সেইটুকু চাই যেটুকু কুরআন হাদিস আমাদের দিয়েছে।
সভায় আরো ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সহ-সভাপতি প্রফেসর ড. আবিদা সুলতানা ও ডা. ফাতেমা ইয়াসমিন। উপস্থাপনায় ছিলেন সহ-সেক্রেটারি মাহসিনা মমতাজ মারিয়া।

Source link

Exit mobile version