Status

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব উচ্চ বিদ্যালয়ের সামনে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

 

বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বলে লাখাই থানা পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে মনির হোসেন (২৩), সুমা আক্তার (৪০), মরুয়ারা খাতুন (৪৫), কিরণ রশিদ (৫০), শিপন মিয়া (৩৫), মোবারক হোসেন (৪৩) এবং রইছ উল্লাহ (৫৫) সহ অন্যান্য যাত্রীরা আছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, লুবাবা পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে আজমিরীগঞ্জ যাচ্ছিল। লাখাই উপজেলার করাব উচ্চ বিদ্যালয়ের সামনে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

 

লাখাই থানার এসআই আক্তারুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি রোড ডিউটিতে ছিলেন এবং খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Source link

Back to top button