হজে লীড এজেন্সির কর্মপরিধি প্রণয়নের দাবি হাব ইসির

সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী হজে লীড এজেন্সিগুলোর কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্যে এজেন্সির কর্মপরিধি বন্টন করার জোর দাবি জানিয়েছে হাবের ইসির সদস্যবৃন্দ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়া পল্টনস্থ হাবের নবনির্বাচিত ইসির প্রথম সভায় হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় নেতৃবৃন্দ এ দাবি জানান।
ইসির প্রথম সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী হজে প্রত্যেক হজ এজেন্সির ১ হাজার হজ কোটা নির্ধারণ করায় ২৫ থেকে ৩০টি হজ এজেন্সির সমন্বয়ে লীড এজেন্সির মাধ্যমে কোটা পূরণ করে হজে কার্যক্রম শুরু করা হয়েছে। এতে লীড এজেন্সিগুলোর মধ্যে কার কি দায়িত্ব ও কর্তব্য তা’ ধর্ম মন্ত্রণালয় থেকে দিকনির্দেশনা জারি করা জরুরি হয়ে পড়েছে।
অন্যথায় সউদী আরবে হজ কার্যক্রম পরিচালনার সময়ে এজেন্সিগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে। লীডকৃত হজ এজেন্সি একে অপরকে সহযোগিতা না করলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রমে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।
নেতৃবৃন্দ আজ বুধবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে তার দপ্তরে হাবের নবনির্বাচিত ইসির সদস্যদের অনুষ্ঠিতব্য বৈঠকে লীড এজেন্সিগুলোর কর্মপরিধি বন্টনের জোরালো দাবি উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।