
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের দখল নিতে হারুন নামের এক হকারকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। তারা হলেন— ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী) সিরাজুম মুনির নায়িব এবং (২০১৯-২০ সেশনের শিক্ষার্থী) দেওয়ান ফজলে হাসান নিওন। তাদের মধ্যে নায়িবকে পদ থেকে অব্যাহতি এবং নিওনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে পরপর দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা প্রথম প্রকাশিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটির সদস্য ফজলে হাসান নিওনের উদ্দেশ্যে বলা হয়েছে, ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুম মুনিব নায়েবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। একইসাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।
আর এ দুটি সিদ্ধান্তই ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়েছে।
এর আগে রাজধানীর নিউ মার্কেটের গ্লোব মার্কেট সংলগ্ন ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতার নেতৃত্বে হকার হারুনের ওপর মারধরের অভিযোগ উঠে। শুক্রবার (৭ মার্চ) দুপুরে ফুটপাতের দোকান থেকে ওই হকারকে ধরে নিয়ে গ্লোব মার্কেটের পার্শ্ববর্তী মেঘনা ফিলিং স্টেশনে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মারধরের শিকার হকার মোহাম্মদ হারুন।
এনএস/এমএএইচ/