স্বেচ্ছাসেবায় গড়ে ওঠা ‘রমজানের বাজারে’ স্বস্তি

পটুয়াখালীতে সেচ্ছাসেবায় গড়ে ওঠা ‘রমজানের বাজার’ নামক ভ্রাম্যমাণ দোকানে খুচরা বাজারের থেকে কম দামে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। এতে স্বস্তি দেখা গেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের মাঝে। ইতিবাচক এ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
‘পটুয়াখালী বাসী’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত কয়েকদিন পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় এই অস্থায়ী বাজার পরিচালিত হচ্ছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, প্রয়োজন বিবেচনায় রমজান মাসজুড়ে বাজার চালানো হতে পারে।
এ বাজার ঘুরে দেখা যায়, বুট, মুড়ি, খেজুর, সয়াবিন তেল, ডাল, লবন,চিনিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সবই মিলছে এই বাজারে। এখানে বিক্রি হওয়া প্রতিটি পণ্য খুচরা বাজারের থেকেও কম দামে পাওয়া যাচ্ছে। যার ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কাছে অনেকটা ভরসার জায়গা এই রমজানের বাজার।
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান রায়হান বলেন, ‘আমরা পাইকারদের কাছ থেকে এসব পণ্য কিনে এনে সেই দামেই খুচরা বিক্রি করছি। এতে খুচরা বাজারের থেকে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে প্রতিটি পণ্য বিক্রি করতে পারছি। প্রতি দিন দুই লক্ষ টাকার পণ্য বিক্রি হচ্ছে। চাহিদার ভিত্তিতে এটি আরও বাড়ানোর চেষ্টা থাকবে।
এদিকে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া এই বাজার দেখে তাদের সার্বিক সহযোগিতার কথা জানান পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ ছাড়া বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত তদারকিরও কথা বলেন তিনি।
এছাড়া পথচারী ও নিম্ন আয়ের মানুষের জন্য শহরের সড়কে পুরো রমজান মাসজুড়ে ইফতার করানোর কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
আব্দুস সালাম আরিফ/এমএন/জেআইএম