Status

স্বামীর সঙ্গে ঝগড়া, ৩ সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করলেন মা

স্বামীর সঙ্গে ঝগড়া, সেই রাগ ঝাড়লেন সন্তানদের ওপর। এক এক করে তিন সন্তানকে কুয়ায় ফেলে দিলেন মা। ভারতের বিহারে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিহারের সমাস্তিপুর জেলার ওই নারীকে তিন সন্তানকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

 

নিহত শিশুদের একজনের বয়স ২ বছর। আর দুজনের যথাক্রমে ৪ ও ৬ বছর। পুলিশ জানিয়েছে, স্বামী চন্দন মহাত্তার সঙ্গে ঝগড়ার জের ধরে সন্তানদের মারধর করেন তার স্ত্রী সীমা দেবি। এরপর একটা সময় তাদের কুয়ায় ফেলে দেন।

 

বাচ্চারে মারার পর স্বামীকে সীমা দেবি বলেন যে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পুলিশে অভিযোগও দায়ের করেন। এরপর পুলিশ তল্লাশি শুরু করে। একটা সময় বাড়ির কাছেই এক কুয়ায় সন্তানদের মরদেহ পায় পুলিশ।

 

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুদের হত্যার কথা স্বীকার করেন সীমা। সূত্র : এনডিটিভি

Source link

Leave a Reply

Back to top button