স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার


নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি নাজমুল ইসলাম গ্রেফতার করেছে র্যাব।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র্যাব-১১ এর লেফটেন্যান্ট কর্নেল (সিও) এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারি ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভুক্তভোগী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম আসামিদের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন। ওই বাড়িতে থাকা অবস্থায় নাজমুল ইসলাম বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিতেন। গত ১৮ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ১২টায় ভুক্তভোগীর সঙ্গে তার স্বামী ওই বাসায় দেখা করতে যান। এসময় গ্রেফতার আসামিসহ অপর আসামি তার বন্ধু রনি এবং অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জন মিলে ভিকটিমের স্বামীকে টানাহেঁচড়া করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। তারা গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকিসহ মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেন।

এসময় আসামিরা ওই নারীর স্বামীর গলায় অস্ত্র ঠেকিয়ে ফোনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও দেখিয়ে স্বামীকে হত্যার ভয় দিয়ে ধর্ষণ করেন দুজন। তারা ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে তার স্বামীকে হত্যার হুমকি দেন।

মো. আকাশ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version