Status

স্বর্ণ পাচারের অভিযোগে ভারতীয় অভিনেত্রী আটক

এবার স্বর্ণ চোরাচালানের অভিযোগে দক্ষিণি অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৩ মার্চ) রাতে বেঙ্গালুরুের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় রানিয়াকে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী,শরীরের বিভিন্ন অংশ ও পোশাকের মধ্যে লুকিয়ে ১৪ দশমিক ৮ কেজি সোনা নিয়ে দুবাই থেকে ভারতে এসেছিলেন রানিয়া।

 

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। জানা যায়, গত ১৫ দিনে অভিনেত্রী চারবার দুবাই ভ্রমণ করায় প্রশাসনের সন্দেহের তালিকায় চলে আসেন। এসময় অভিনেত্রীর স্বামীও তাঁর সঙ্গে দুবাই যেতেন। যদিও দুবাইয়ে অভিনেত্রীর পরিবারের কোনো সদস্য নেই, সেখানে তাঁর ব্যবসাও নেই, তাহলে কেন বারবার তিনি দুবাইয়ে যাচ্ছেন, তাও আবার এত কম সময়ে? এখানেই সন্দেহের শুরু।

 

এ প্রসঙ্গে জানা গেছে, সোমবার রাতে ভারতে অবতরণের পর রানিয়া রাও নিজেকে কর্ণাটক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলে দাবি করেন। শুধু তা–ই নয়, দুবাই থেকে ভারতে আসার সময় তিনি বিমানবন্দরে কাস্টমস চেকিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সন্দেহ আরও দৃঢ় হয়।

 

এছাড়াও জানা যায়, এটাই প্রথম নয়, এর আগেও নাকি রানিয়া দুবাই থেকে ভারতে বিনা বাধায় সোনা পাচার করেছেন। তবে রানিয়া একা, নাকি আরও কেউ এই পাচারের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখবেন ভারতীয় গোয়েন্দারা। তাছাড়া সোনা কেনার উৎস কী, সেটাও তদন্ত করে দেখা হবে। যদিও গ্রেপ্তারের পরে অভিনেত্রী দাবি করেন যে তাঁকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে।

 

উল্লেখ্য, রানিয়া কর্ণাটকের চিকমাগালুরের বাসিন্দা। চলচ্চিত্র জগতে প্রবেশ করার আগে তিনি বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। ২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা ‘মানিক্য’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।

কেবল কন্নড় সিনেমা নয়, ২০১৬ সালে ‘ওয়াঘা’ নামক একটি তামিল সিনেমাতেও কাজ করেন রানিয়া। ২০১৭ সালে ‘পটাকি’ নামের একটি কন্নড় সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

Source link

Back to top button