Status

স্থানীয় সরকার বাস্তবায়ন সময়ের দাবি -জেএসডির সভায় অ্যাড. ছানোয়ার

জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার বলেন, সবার আগে দেশে এখন দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ, প্রাদেশিক ব্যবস্থা ও স্বশাসিত স্থানীয় সরকার বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি বলেন, ৭১ এর চেতনা ও ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পটভূমিতে এটা করতে হবে। গতকাল বিকেলে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় মুক্তমঞ্চে জেলা জেএসডি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ঐতিহাসিক ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

জেএসডি বগুড়া জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য রেজাউল বারী দীপন, জেলা জেএসডির সাধারণ সম্পাদক আবু জাফর, সাংবাদিক মহসিন আলী রাজু, জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম, জাগপা জেলা কমিটির সভাপতি মোখলেছুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাহাদত হোসেন শান্ত, জেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সিনিয়র নেতা আলতাব হোসেন প্রমুখ।

Source link

Back to top button