Facebook Bio Status

সৌদিতে জামালদের প্রথম অনুশীলন সন্ধ্যায়


প্রায় দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব গেছে জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবে সৌদির তায়েফ শহরে।

ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে ২৮ জনের যাওয়ার কথা ছিল সৌদি আরব। তবে ক্যাবরেরাকে যেতে হয়েছে ২৭ জন নিয়ে। ডিফেন্ডার রহমত মিয়া ভিসা জটিলতার কারণে বুধবার যেতে পারেননি, তিনি বিমানবন্দর থেকে হোটেলে ফিরে আসেন। আজ বৃহস্পতিবার আরেকটি ফ্লাইটে যাচ্ছেন তিনি।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে প্রথমে সৌদির জেদ্দার যায় জাতীয় ফুটবল দল। সেখান থেকে সড়ক পথে বৃহস্পতিবার ভোরে তায়েফ শহরে পৌঁছেছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদিতে প্রথয অনুশীলন সেশন করবেন জামাল ভূঁইয়ারা। তায়েফ থেকে দলের ম্যানেজার আমএর খান জাগো নিউজকে জানিয়েছেন, সন্ধ্যা ৬টায় দল অনুশীলনে নামবে।

১৬ মার্চ পর্যন্ত সৌদিতে অনুশীলন করে ঢাকায় ফিরবে দল। মাঝে আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে একটা প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে। ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামের ১০ মার্চ সরাসরি সৌদি গিয়ে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ঢাকায় ফেরার পর দলের সাথে যোগ দেবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। তারপর ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলং যাবে বাংলাদেশ। ২৫ মার্চ জহরাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে মুখিমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ ও ভারত।

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button