Facebook Bio Status

সোনারগাঁয়ে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর অংশে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত এই দুই জনের নাম- শাওন ও ওবায়দুল্লাহ।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

জানা গেছে, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনে দ্রুতগতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। তখন ঘটনাস্থলের আশপাশে থাকা জনতা ঘাতক গাড়িটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।

ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই গাড়ি চালক পালিয়ে গেছেন। আর গাড়ি এলাকাবাসী আটকে দিয়েছেন।

মো. আকাশ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button