সেহরির সময় চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬


চাঁদপুরে গ্যাস-সংযোগ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (৯ মার্চ) ভোরে শহরের কোড়ালিয়া এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। শহরের কোরালিয়া রোড এলাকায় রুস্তম বেপারীর বাড়ির ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুর রহমান সরদার, তার স্ত্রী শানু বেগম , বড় ছেলে ইমাম হোসেন, বড় ছেলের স্ত্রী খাদিজা বেগম, মেজো ছেলের বৌ নিবা ও ছোট ছেলে মহিন। এদের মধ্যে মাহিন ও নিবা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি সদস্যদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আব্দুর রহমান সরদারের ভাগিনা মাহমুদ জানান, সেহরির জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দুইজন চিকিৎসাধীন। আর বাকি চারজনকে ঢাকায় প্রেরণ করেন চিকিৎসক। সবার অবস্থা আশঙ্কাজনক।

চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে, তাদের মধ্যে কেউ ৫০ ভাগ ও কেউ ৬০ ভাগ পুড়ে গেছেন। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের ২০ ভাগ পুড়েছে। এখন কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

শরীফুল ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version