সেবাগ্রহীতার ওপর হামলা, ঝিনাইদহ পৌরসভার ৬ কর্মচারী বরখাস্ত


সেবাগ্রহীতাকে মারধরের অভিযোগে ঝিনাইদহ পৌরসভা থেকে ছয় কর্মচারীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

পৌরসভায় কর্মরত বাজার আদায়কারী ইমরান নাজির, পাম্প মিস্ত্রি খালেকুজ্জামান ও পাম্প হাউজ প্রহরী রিপন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু ও লিমন হোসেকে দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২ মার্চ) বিকেলে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ পৌরসভার পানি সরবরাহ শাখায় শফিউদ্দিন শফি নামে একজন সেবাগ্রহীতা অভিযোগ নিয়ে আসেন। কিন্তু বিষয়টি সমাধান না করে তার ওপর চড়াও এবং মারধরে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় পৌরসভা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ছয়জনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায় বলেন, কেউ অপরাধ করলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version