Facebook Bio Status

সেই রিকশাচালককে ডিবি থেকে ছাড়িয়ে নিলেন আসিফ মাহমুদ


রাজধানীর পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় মিছিলটি ছাত্রভঙ্গ করতে পুলিশ হিযবুত তাহরীর সদস্যদের ওপর লাঠিচার্জ করে। এমন সময় পুলিশের সঙ্গে হঠাৎ একজন রিকশাচালক এসে হিযবুত তাহরীর সদস্যদের লাঠি দিয়ে পেটান।

পরে ওই রিকশাচালককে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। ঘটনা জানতে পেরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডিবি থেকে ছাড়িয়ে নিয়ে যান ওই রিকশাচালককে। এই বিষয়ে একটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সেটি হয়নি।

এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক উপস্থিত ছিলেন। তবে কেউ এ সময় গণমাধ্যমে কথা বলেননি।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি অবহিত করে গণমাধ্যমকর্মীদের ক্ষুদেবার্তা পাঠান।

ডিএমপির ক্ষুদেবার্তায় লেখা হয়, বিশেষ প্রেস ব্রিফিং। ব্রিফ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থান: ডিবি কার্যালয়ের সামনে। সময়: বিকেল সাড়ে ৪টা।

এ বিষয়ে জানতে চাওয়া হয় ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের কাছে। তিনি জানান, ডিবির পিআরও থেকে তাকে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে মেসেজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তিনি শুধু সে অনুযায়ী মেসেজটি দিয়েছেন।

এর আগে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা।

শুক্রবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার এমন দৃশ্য দেখা যায়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর আজ মার্চ ফর খিলাফত কর্মসূচি ডাকে। এ সংগঠনের যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি।

ডিএমপি বলেছে, তাদের এ ধরনের কার্যক্রম দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

টিটি/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button