Facebook Bio Status

সেই ধর্ষণের বিচার চাইলেন শাকিব খান


অবশেষে নীরবতা ভাঙলেন শাকিব খান। দেশের নানান ঘটনায় বেশিরভাগ সময় নীরব থাকলেও মাগুরার সেই শিশুকে ধর্ষণের বিচার চাইলেন এই ঢালিউড তারকা। আজ (৯ মার্চ) রোববার দুপুরে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।

সম্প্রতি বেরিয়েছে শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’-এর টিজার। ছবির লুক প্রকাশের পর থেকেই আলোচনা শুরু হয় শাকিবের নতুন এ সিনেমা নিয়ে। পরে ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের সংলাপগুলোও পছন্দ করেছেন শাকিব ভক্তরা।
‘বরবাদ’-এর টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন চেহারায়। টিজার দেখে ধারণা করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে ‘বরবাদ’। দারুণ সব অ্যাকশন দৃশ্যের হাতছানি রয়েছে ছবিতে। এ ছবিতে আরও দেখা যাবে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা যীশু সেনগুপ্তকেও। তার লুক, এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করছেন, এবার জমজমাট লড়াই হবে।

শাকিব, যীশু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল, মানব সচদেব, মিশা সওদাগর প্রমুখ। জানা গেছে, ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।

এদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদ ও দ্রুত এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকাসহ তিনটি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা, যাদের বেশিরভাগই ছিলেন নারী শিক্ষার্থী। বিচারের দাবিতে করা শাকিব খানের পোস্টে সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন তার অনুরাগীরা।

এমআই/আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button