Status

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে হাব

সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী হজে লীড এজেন্সিগুলোর কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্যে এজেন্সির কর্মপরিধি বন্টন করার জোর দাবি জানিয়েছে হাবের নবনির্বাচিত সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা এবং হাজী ও হজ এজেন্সির স্বার্থ রক্ষায় হাব কার্যকরী কমিটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনস্থ হাবের কার্যালয়ে নবনির্বাচিত ইসির নেতৃবৃন্দের সাথে রিলিজিয়ার্স রিপোর্টার্স ফোরামের (আর আর এফ) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে হাব নেতৃবৃন্দ এ দাবি জানান।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় এসময় হাবের পক্ষে আরো উপস্থিত ছিলেন, হাব নেতা মো. আবু সালেহ রাজি জাভেদ, বায়রার সাবেক নেতা কে এম মোবারক উল্লাহ শিমুল, জাফর উদ্দিন, এফ আর করিম কাজল, আমিনুল ইসলাম শামীম এবং আর আর এফ এর সভাপতি উবায়দুল্লাহ বাদল, মহাসচিব কামরুজ্জামান বাবলু, আর আর এফ এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম, সাবেক সভাপতি ফয়জ উল্লাহ ভূঁইয়া,আহমেদ জামাল, শাহ আলম নূর, সলিম উল্লাহ মেসবাহ, জাহাঙ্গীর আলম আনসারী। হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, আগামী হজে প্রত্যেক হজ এজেন্সির ১ হাজার হজ কোটা নির্ধারণ করায় ২৫ থেকে ৩০টি হজ এজেন্সির সমন্বয়ে লীড এজেন্সির মাধ্যমে কোটা পূরণ করে হজে কার্যক্রম শুরু করা হয়েছে। এতে লীড এজেন্সিগুলোর মধ্যে কার কি দায়িত্ব ও কর্তব্য তা’ ধর্ম মন্ত্রণালয় থেকে দিকনির্দেশনা জারি করা জরুরি হয়ে পড়েছে। অন্যথায় সউদী আরবে হজ কার্যক্রম পরিচালনার সময়ে এজেন্সিগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে। লীডকৃত হজ এজেন্সি একে অপরকে সহযোগিতা না করলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রমে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।
এক প্রশ্নের জবাবে হাব মহাসচিব বলেন, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে তার দপ্তরে হাবের নবনির্বাচিত ইসির সদস্যদের বৈঠকে লীড এজেন্সিগুলোর কর্মপরিধি বন্টনের জন্য লিখিত প্রস্তাব পেশ করেছি। এসময়ে নবনির্বাচিত হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে হাবে নানামুখী দুর্নীতি, অনিয়ম হয়েছে। তৎকালীন হাব নেতৃবৃন্দ ৪টি এজিএম করতে পারেনি এবং হাবের আয়-ব্যয়ের হিসাবও দিতে পারেনি। তিনি বলেন, আমরা কোনো দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি অনিয়ম করতেও দেবো না। হাব সভাপতি বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা এবং হাজী ও হজ এজেন্সির স্বার্থ রক্ষায় হাব কার্যকরী কমিটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

Source link

Leave a Reply

Back to top button