
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া।
বিজিবির তথ্যমতে, বৃহস্পতিবার ভোরে সকাল থেকে তাহিরপুর উপজেলার জঙ্গলবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য নিয়ে আসছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। পরে সকাল ১০টায় ওই সীমান্ত এলাকা থেকে সানস্ক্রিন ক্রিম, শার্ট-প্যান্ট ও কাপড়সহ প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি রয়েছে। আজকে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
লিপসন আহমেদ/জেডএইচ/জেআইএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।