সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪মার্চ) রাতে উপজেলার শ্রীনাথপুর গ্রামে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামের তালুকদার গোষ্ঠী ও বড় গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার এবং জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত জড়ান। এতে নারীসহ দু’পক্ষের ৫০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লিপসন আহমেদ/এমএন/এএসএম