সিলেটে পাওনাদারের ভয়ে আত্মগোপন : যুবককে উদ্ধার

পাওনাদারদের ভয়ে সেচ্ছায় আত্মগোপনে থেকে নিখোজ নাটক সাজানোর পর অবশেষে পুলিশ নিখোজ হওয়া যুবককে উদ্ধার করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সুত্রে জানা যায়, বালুচর এলাকার লিটন মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (২৬) গত ২৬ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকার সময় বাড়ি থেকে নিখোজ হন।
এবং গত ২৮ ফেব্রুয়ারী নিখোজ রিপন মিয়া তার ব্যবহৃত হোয়াটসআ্যপ নাম্বার থেকে তার বাবার হোয়াটসআ্যপ নাম্বারে হাত-মুখ বাধা ছবি পাঠান।
এ ঘটনায় রিপন মিয়ার পিতা লিটন মিয়া ৩ মার্চ শাহপরাণ (রহঃ) থানায় বিষয়টি জানান। এবং একটি সাধারন ডায়েরী করেন যার নং- নং-১৫৫।
এই ঘটনার পর শাহপরান থানা পুলিশের এস. আই. সৈয়দ ফখরুল ইসলাম নেতৃত্বে অভিযান শুরু হয়।
শাহপরান থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং স্থানীয় সোর্স ব্যবহার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহায়তায় এসআই সৈয়দ ফখরুল ইসলাম এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে নিখোজ রিপনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর রিপন পুলিশকে জানায় তার কাছে কয়েকজন ১,২৫০০০ হাজার টাকা পাবে।
পাওনাদারদের টাকা দিতে না পারায় সে আত্মগোপনে চলে যায় এবং হাত বাধা মুখ বাধা মিথ্যা ছবি পাঠায়।
পরবর্তীতে রিপনের বাবা শাহপরান থানায় হাজির হয়ে ছেলেকে নিজ জিম্মায় নেয়ার আবেদন করলে তাকে জিম্মায় প্রদান করা হয়।
এ বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,ওই যুবক নিখোঁজ হওয়ার পর পুলিশ গোয়েন্দা নিয়োগ করে মূল রহস্য উদঘাটন করে। তারপর প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। এটা পুলিশের একটা বিশেষ অভিযান।