
সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় বর্তমান সুন্নী ইসলামপন্থী অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সমর্থকদের তীব্র সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১৮০ জন নিহত হয়েছে। একই সময় আসাদপন্থি অন্তত ১৬২ জনকে হত্যা বা ‘মৃত্যুদ- কার্যকর’ করেছে দেশটি সরকার।
শুক্রবার (৭ মার্চ) এই ‘মৃত্যুদ- কার্যকর’ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি। দেশটিতে সংঘাতের খোঁজখবর রাখা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সংখ্যালঘু আলাউইত অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের দুইদিনের সংঘাতেই ১৮০ জনের বেশি নিহত হয়েছে। এর মধ্যে শুক্রবার বন্দুকধারীদের হাতে নিহত আলাউইত শহর আল মুখতারিয়ায় দুই ডজন পুরুষ বাসিন্দাও আছে, অঞ্চলটিতে অবস্থান করা লোকজনের সঙ্গে যোগাযোগ ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও দুই আলাউইত অধিকারকর্মী।
সংঘাত নিয়ে করা প্রথম মন্তব্যে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট শারা বলেছেন, ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের ‘অবশেষ’ দমনে ও তাদের বিচারের আওতায় আনতে সরকারি বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা বেসামরিকদের ওপর আক্রমণ করছে, তাদের জবাবদিহিতার আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সিরিয়ার কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার আসাদ সমর্থকরা তাদের বাহিনীর ওপর সুপরিকল্পিত ও মারাত্মক আক্রমণ চালালে সহিংসতা শুরু হয়। মাসকয়েক আগে ক্ষমতা নেয়া শারার প্রশাসন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে ও দক্ষিণপশ্চিমে ইসরাইলসৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় এমনিতেই হিমশিম খাচ্ছিল। তার মধ্যে আলাউইত অঞ্চলে এ বিদ্রোহ অন্তর্বর্তী সরকারকে নতুন সংকটে ফেলেছে।
সিরিয়ার তেলসমৃদ্ধ উত্তরপূর্ব এখনও সরকারের নিয়ন্ত্রণের বাইরে, সেটি দখলে রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর। এদিকে শুক্রবার দামেস্ক ও অন্যান্য শহরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সমর্থনে সমাবেশ হয়েছে। শারার মিত্র হিসেবে পরিচিত সউদী আরব ও তুরস্ক জানিয়েছে, তারা সরকারি বাহিনীর পক্ষেই আছে। এদিকে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত বলেছেন, সংঘাত ও মৃত্যু, বিশেষ করে বেসামরিকদের মৃত্যুতে তিনি উদ্বিগ্ন। সূত্র : আল-জাজিরা।