সিরাজদিখানে মিশুক চালকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (৫ মার্চ ) বুধবার সকাল ১০ টায় উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামের কাচা রাস্তার পাশের খাদ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।
নিহতের বোন আঁখি বেগম (৩৫) জানান, মঙ্গলবার দিনগত রাত ৯ টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়ি ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে সেহরীর পর বুধবার ভোর ৬ টার দিকে রাজনগর গ্রামের কাঁচা রাস্তার খাদে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। এরপর সেখানে ছুটে যাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

 

সহকারি পুলিশ সুপার ( সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান , মিশুক চালক আবু তাহের নেশা করতো। ধারনা করা হচ্ছে রাতে বাড়ি থেকে বের হয়ে সে নেশা সেবন করতে গিয়েছিল। এরপর থেকে নিখোঁজ থাকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয় আসে। তবে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

Source link

Exit mobile version