সিরাজদিখানে ইট বোঝাই ট্রলি খাদে পড়ে ১ জনের মৃত্যু

 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইট বোঝাই ট্রলি গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আরিফ (২৫) নামে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। ২ মার্চ রবিবার দুপুর ১২ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা সড়কের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। আরিফ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার দামোদরপুর গ্রামে আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা সড়কের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার বাড়ীর সামনে ইট বোঝাই ট্রলি গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রলি গাড়িতে থাকা চালকসহ ৩ জনের মধ্যে চালকের সহকারী ঘটনা স্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,লতব্দী ইউনিয়নের গোডাউন বাজার থেকে ইট নিয়ে ট্রলিটি সিরাজদিখান বাজারের দিকে যাচ্ছিল। ট্রলি গাড়িটি গয়াতলা গ্রামে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী (হেলপার) আরিফ মারা যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে হেলপার আরিফের মরদেহ উদ্ধার করে। লাশ বর্তমানে থানায় আছে। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Source link

Exit mobile version