Facebook Bio Status

সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণ মামলায় খালুর যাবজ্জীবন


সিরাজগঞ্জের সলঙ্গায় কিশোরীকে (১৫) ধর্ষণ মামলায় শাহীন আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই দণ্ড দেন। এই মামলায় ধর্ষণের শিকার নারীসহ ১২ জন সাক্ষ্য দেন। রায় ঘোষণার সময়ে আসামি শাহীন আলম উপস্থিত ছিলেন। সে কামারখন্দ উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের আসলাম মণ্ডলের ছেলে। তিনি ওই কিশোরীর সম্পর্কে খালু হন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর কিশোরী কুষ্টিয়া জেলার কুমারখালীতে তার খালার বাড়িতে বেড়াতে যায়। ৯ জানুয়ারি সকালে কুষ্টিয়া থেকে বাসযোগে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এরপর খালু শাহীন আলম তাকে মুঠোফোনে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বরে নামার পরামর্শ দেন। দুপুরের দিকে সে গোলচত্বরে পৌঁছালে শাহীন আলম তাকে সলঙ্গা থানার চড়িয়া শিকার উত্তরপাড়া তার ভাড়াবাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে শাহীন আলম ও তার স্ত্রী বসবাস করেন। কিন্তু ওই দিন তার স্ত্রী বাসায় ছিলেন না। সিরাজগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে কিশোরী শুয়ে পড়লে গভীর রাতে শাহীন আলম তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন ভোরে শাহীন আলম তাকে বাসায় রেখে পালিয়ে যান। এরপর তার স্ত্রী বাড়িতে এলে কিশোরী বিষয়টি তাকে জানায়। পরে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

এম এ মালেক/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button