সিমন্স আর সালাউদ্দিনে সন্তুষ্ট বিসিবি, বাড়তে পারে মেয়াদ


বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স আর প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন, চলে যাচ্ছেন ফিল সিমন্স।

কিন্তু আজ সোমবার বিসিবির পরিচালক পর্ষদের সভা শেষে জানা গেলো ভিন্ন কথা। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, তারা (বিসিবি) হেড কোচ ও প্রধান সহকারী কোচের ওপর সন্তুষ্ট এবং চুক্তির মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনা চলছে।

জাগো নিউজের সাথে একান্ত আলাপে ফাহিম জানান, ‘অফ দ্য ফিল্ড হেড কোচের আচরণ, দল সামলানো ও আনুষাঙ্গিক কর্মকাণ্ডে সন্তুষ্ট বিসিবি। তার সবকিছু ভালো লেগেছে বোর্ডের।’

শোনা যাচ্ছে, ২০২৭ সাল পর্যন্ত সিমন্স এবং সালাউদ্দিনের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী বিসিবি।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version