Status

সিনেমা মুক্তির তারিখ ঘোষণার আগেই ‘অগ্রিম আন্তর্জাতিক টিকিট বুকিং’ শুরু সিকান্দারের!

বেশ কয়েকটি ঈদে বক্স অফিসে দেখা মেলেনি সালমান ঝড়। এবার যেন তাই আগে ভাগেই নিয়েছেন জম্পেস প্রস্তুতি। এ বছর ঈদের বক্স অফিসে জমাতে পুরোপুরি তৈরি বলিউড ভাইজান। বর্তমানে মুক্তির অপেক্ষায় সালমানের আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’। সিনেমাটির পোস্টারেও বলিউডের সুলতান ধরা দিয়েছেন দুর্দান্ত অ্যাকশন লুকে। তাইতো ভক্তদের যেন তর সইছে না।

 

জানা যায়, মুক্তির তারিখ নির্ধারিত না হলেও সিকান্দারের অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে, ইতিমধ্যেই সিনেমাটির আন্তর্জাতিক অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। যদিও সিকান্দারের মুক্তির তারিখ বা বুকিং তারিখ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

 

এদিকে বলিউড হাঙ্গামা কয়েকটি প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে যে, সিনেমাটি ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে, কারণ সালমান খান প্রতি বছর ঈদ বা বড়দিন উপলক্ষে তাঁর সিনেমা নিয়ে আসেন। তাই ভক্তরা ধরে নিচ্ছেন সিনেমাটি মুক্তি পেতে পারে মার্চের শেষের দিকে।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ শে মার্চ দিনটি রবিবার হওয়ার কারণে আয়ের দিক থেকেও বড় সুবিধা পেতে পারে সিনেমাটি। বলিউড সূত্রে আরো শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই সিকান্দারের ট্রেলারটি মুক্তি দিতে পারে নির্মাতারা। তখনই জানা যাবে মুক্তির সঠিক তারিখ।

 

প্রসঙ্গত, এ আর মুরুগাদোসের পরিচালনায় সিকান্দার প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এর সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।

Source link

Leave a Reply

Back to top button