সিওয়াইবি জাবি শাখার সভাপতি তাজমুল, সম্পাদক মোবারক


ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশর (সিওয়াইবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণিত বিভাগের শিক্ষার্থী জি এম তাজমুল হোসাইন সভাপতি ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী হুসনী মোবারক সাধারণ সম্পাদক হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বছরের জন্য ২৮ সদস্যের কমিটির অনুমোদন দেন সিওয়াইবির সভাপতি মো. রিয়াজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

নতুন কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আবু রায়হান, শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকা সুচি, সানজিদা জিম, হারুন অর রশিদ, খায়ের মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাহজিবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুমন আলী, কোষাধ্যক্ষ পদে তানভিরুল ইসলাম, শাহানা আক্তার, দপ্তর সম্পাদক আরিফুর কবির, সহ-দপ্তর সম্পাদক মেহনাজ মোহনা।

এছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক শরফুজ্জামান সাজ্জাদ, সহ-ছাত্রকল্যাণ সম্পাদক মো. তৌফিকুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মাজাহিদুল ইসলাম মাহির, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, তথ্যপ্রযুক্তি ও লজিস্টিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম প্রধান, সহ-তথ্যপ্রযুক্তি ও লজিস্টিক সম্পাদক মো. মনোয়ার হোসেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, এস. এম. আবদুল্লাহ আল আমিন, মো. ইকবাল হোসেন, নাইম হাসান ওভি, মিফতাহুল বারাত, মো. শাহাদাত হোসেন, মো. রাজেস বিন আকরামুল, মো. সোহরাব হোসেন, মোহাম্মদ হাফিজুর রহমান।

বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় রয়েছে।

সৈকত ইসলাম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version