Status

সালমা দ্যুতিতে মোহামেডানের জয়

দেড় বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে সালমা খাতুন। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তার সহসা ফেরার সম্ভাবনাও তেমন নেই। তবে এখনও যে ভালো করার সামর্থ্য আছে, সেই প্রমাণই যেন দিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। তার অলরাউন্ড নৈপুণ্যে বড় জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লিগের ম্যাচে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবকে ৯০ রানে হারাল মোহামেডান। মাত্র ১৫৭ রানের পুঁজি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিকে ৬৭ রানে গুটিয়ে দিল বর্তমান চ্যাম্পিয়নরা। চার ম্যাচে তিন জয়ে দুইয়ে উঠল মোহামেডান। পাঁচ ম্যাচে প্রথম পরাজয় গুলশানের। তবে এখনও শীর্ষেই আছে তারা।

সাত নম্বরে নেমে ৫০ রান করেন সালমা। ৭৮ বলের ইনিংসে ৬টি চার মারেন তিনি। দলের আর কেউ ৩০ রানও করতে পারেননি। আগের ম্যাচে ঝড়ো সেঞ্চুরি করা জেসিয়া আক্তার এবার ২২ রানে আউট হন। সপ্তম উইকেটে আয়েশা রহমানের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন সালমা। আয়েশার ব্যাট থেকে আসে ২৬ রান। গুলশানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি। এছাড়া রাবেয়া খান, রিতু মনি ও সুরাইয়া আজমিমের ঝুলিতে জমা পড়ে ২টি করে উইকেট।

রান তাড়ায় পাওয়ার প্লেতেই ম্যাচ থেকে ছিটকে যায় গুলশান। ১০ ওভারের মধ্যে ড্রেসিং রুমের পথ ধরেন সাত ব্যাটার। এরপর রিতু মনি প্রতিরোধ গড়লেও বড় পরাজয় এড়াতে পারেননি। আগের তিন ম্যাচের জয়ের নায়ক রিতু শেষ পর্যন্ত ২৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৯ নম্বরে নামা সুয়াইয়া করেন ১৬ রান। মোহামেডানের হয়ে ২২ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। অফ স্পিনে ৬ ওভারে ২ মেডেনসহ মাত্র ৮ রান খরচায় সালমার শিকার ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

Source link

Leave a Reply

Back to top button