Status

সালমান খানের সিকান্দারের টিজার প্রকাশ

আগামী ঈদে মুক্তির জন্য প্রস্তুত সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। টিজারে সালমানের অ্যাকশন দেখে দর্শকরা শিহরিত হচ্ছেন। সিনেমায় সালমানের নাম সঞ্জয় হলেও তার ঠাকুমা তাকে সিকান্দার নামে ডাকতেন। সিকান্দার অসহায় মানুষের পক্ষে লড়াই করেন। তবে সেই লড়াই করতে গিয়ে বেছে নেয় প্রতিশোধের পথ। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।’ সিকান্দার-এ সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর। সালমানকে সবশেষ দেখা গিয়েছিল, ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমায়। তারপর বেশ কিছু সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। তাই সিকান্দার নিয়ে সালমান খানের ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।

Source link

Leave a Reply

Back to top button