Status

সাভারে বকেয়া বেতন ভাতার দাবিতে  মহাসড়ক অবরোধ করল পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক  শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি পড়েছে ওই সড়কের চলাচলরত বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

রোববার ইফতারের পর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাস স্ট্যান্ড এলাকায় প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানার তিন শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। 

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত একাধিক শ্রমিকরা জানান, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেননি। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন দেয়নি।  তাই বাধ্য হয়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে।

এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।  আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। 

Source link

Leave a Reply

Back to top button